Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌   বাংলাদেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিনিয়োগের পরিবেশ ভালো হওয়ার ফলেই দেশের এয়ার বিজনেসে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ার আস্ট্রা।মঙ্গলবার সকালে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে অনুষ্ঠিত এয়ার আস্ট্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভালো ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে এয়ার আস্ট্রা এমন আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ভালো ব্যবসা করতে হলে এয়ার আস্ট্রাকে যাত্রীসেবার মান ও নিরাপত্তার প্রতি নজর দিতে হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসই অপরাধ- যারা এর সঙ্গে জড়িত তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের অনেক ব্যর্থতা আছে তবে সংবাদ প্রচারের মাধ্যমে যাতে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

কোম্পানি ভেদে বিমান ভাড়ায় সর্বোচ্চ ৫শ টাকা প্লাস-মাইনাস করা যেতে পারে- এর বেশি নয় বলেও জানান মন্ত্রী।বিমান পরিচালনায় এয়ার আস্ট্রাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বিমান সেবাকে আরও বেগবান করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

‘ভালো সেবা না দিতে পারায় মূলত বন্ধ হয়েছিল বিমান সংস্থাগুলো’ জানিয়ে তিনি বলেন, এয়ার আস্ট্রা যাত্রীসেবায় বিশেষ মনোযোগ দিবে।এয়ার আস্ট্রার সিইও ইমরান আসিফ জানান, আমরা ৪টি বিমান দিয়ে যাত্রা শুরু করেছি। আগামী বছর আশা করছি ১০টি বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করব। ভবিষ্যতে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ডানা মেলবে এয়ার আস্ট্রা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ নভেম্বর ২০২২ /এমএম