Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ঘরের ভেতর কিছু গাছ রাখলে ঘরের আবহাওয়া ভালো থাকে অনেকেই ঘরে গাছের মাধ্যমে সবুজের স্নিগ্ধতা আনার চেষ্টা করেন। ঘরের ভেতর কিছু গাছ রাখলে ঘরের আবহাওয়া ভালো থাকে। বিশেষত বর্ষায় গাছ লাগালে ঘরের ভেতর বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে যায়।

কিন্তু কেমন করে গাছ দিয়ে ঘর সাজাবেন? গাছ কেনার আগে বুঝতে হবে গাছটি আপনার ঘরের ভেতর রাখার উপযোগী কি না। এছাড়াও ভাবতে হবে যত্নের বিষয়টিও এড়িয়ে যাওয়ার অবকাশ নেই।আজকের এই লেখাটি মূলত ঘর গাছ দিয়ে সাজানোর খুঁটিনাটি দিয়ে সাজানো।

বিভিন্ন গাছের জন্য বিভিন্ন আকৃতি ও সাইজের মাটির টব ব্যবহার করুন।ডেকোরেশন ব্যবহারের ক্ষেত্রে কৃত্রিম দেখায় এমন কিছু পরিহার করুন।ঘরের ভেতরে থাকা গাছ ভাল রাখার জন্য সপ্তাহে অন্তত এক দিন রোদে দিতে হবে। কিন্তু ভুলেও কড়া রোদে রাখবেন না।গাছে পানি দেওয়ার সময় যথাসম্ভব সতর্কতা অবলম্বন করুন।ইনডোর প্লান্টসের মাটি শুকিয়ে আসার পরই গাছে পানি দিন।রোদ রাখা অবস্থায় গাছে ভুলেও পানি দেবেন না।

ঘর শীতাতপ নিয়ন্ত্রিত হলে ঘরে ড্রেসিনা, মানিপ্ল্যান্ট, গাম গাছ ছাড়া অন্য কোনো ধরনের গাছ না রাখাই ভাল।বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই টবে যেন পানি জমে না থাকে সে দিকে সতর্ক নজর রাখুন।গাছে ধুলো জমতে দিবেন না। ধুলো জমলে ব্রাশ কিংবা তুলি দিয়ে পরিষ্কার করুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ অক্টোবর ২০২২ /এমএম