Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জীবন্ত প্রাণী বা পোকামাকড় ঢুকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে কান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিকঠাক শোনার জন্যে কানের স্বাস্থ্যের যত্ন নিতেই হবে। তবু অসাবধানতাবশত কানে কিছু ঢুকে যেতে পারে। এমন পরিস্থিতিতে কি করবেন?সচরাচর অনেকেই এমন পরিস্থিতিতে কানে খোঁচাখুচি করেন।

কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এমন সময় খোঁচাখুচিতে সমস্যা আরো জটিল হয়ে উঠতে পারে। কানে কোনো বস্তু ঢুকলে চিকিৎসকের কাছে কিছুক্ষণ পরে গেলে সমস্যা নেই। কিন্তু জীবন্ত প্রাণী বা পোকামাকড় ঢুকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

যাহোক, কানে কিছু ঢুকে গেলে তাৎক্ষণিক সময়ে কি করবেন? সে বিষয়ে রইলো কিছু টিপস।

কান
কানের ভেতর কিছু ঢুকলে টর্চলাইটের আলো ফেলুন

আলো ফেলুন

কানের ভেতর কিছু ঢুকলে প্রথমে কাউকে বলুন টর্চলাইটের আলো ফেলতে। ভেতরে পোকামাকড় ঢুকলে বের হয়ে আসবে। কারণ পোকামাকড় আলোর প্রতি সংবেদনশীল হয়।

তেল দিন

কানে পোকা ঢুকলে কানের ভেতর নারকেল তেল কিংবা অলিভ অয়েল দিন। ভেতরে থাকা পোকা মরে যাবে। তাছাড়া কানে বহুদিন ব্যথা কিংবা অস্বস্তি থাকলে তাও কমে যাবে। তবে তেল দিয়েই আপনার কাজ শেষ হবে না। দ্রুত চিকিৎসকের কাছে যান। ভেতরে থাকা পোকা বা জিনিসটিকে বের করে আনার চেষ্টা করতে হবে।

কান
কানের ভেতর জড় পদার্থ প্রবেশ করলে সরাসরি চিকিৎসকের কাছে যেতে হবে
জড় পদার্থ প্রবেশে

কানের ভেতর জড় পদার্থ প্রবেশ করলে সরাসরি চিকিৎসকের কাছে যেতে হবে। খোঁচাখুচির ফলে কানের পর্দা ফুটো হতে পারে।

নিঃশ্বাসের মাধ্যমে বের করুন

কানে মশা কিংবা মাছি ঢুকে গেলে এবং আশেপাশে কেউ না থাকলে এক হাত দিয়ে নাক চেপে ধরুন। অন্য হাত দিয়ে আরেক কান চেপে ধরুন। এবার জোরে শ্বাস ছাড়ুন। অনেক সময় ভেতরে থাকা পোকা বাইরে বের হয়ে আসে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ সেপ্টেম্বর ২০২২ /এমএম