Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  ‘কারওয়ান বাজার গিয়েছিলাম কিছু সবজি কিনতে। সবজি কিনে বাড়ির দিকে ফিরতেই মনে হলো কাঁচামরিচ তো কেনা হয়নি। বাসার পাশে ভ্যানওয়ালার কাছ থেকে কাঁচামরিচ কিনতে গিয়ে তো অবাক! ১৫ টাকার কাঁচামরিচ কিনেছি। পরিমানে এত কম দিয়েছে যে গুণে দেখার ইচ্ছে হলো। শেষমেশ গুণে দেখি মাত্র ৩০টি কাঁচামরিচ!’

সাইফুল ইসলাম পেশায় বেসরকারি চাকরীজীবী। সাইফুল বলেন, ‘আমি প্রায় সময় এই ভাসমান দোকান থেকে সবজি কিনে থাকি। জানি কাঁচামরিচ কেজি প্রতি ২৪০ থেকে ২৫০ টাকা। কিন্তু আজ কেজি ৩০০ টাকা বলেছে দোকানি।’

শুক্রবার (০৫ আগস্ট) ইস্কাটন গার্ডেনের বটতালার এক ভাসমান সবজি বিক্রেতার কাছ থেকে ১৫ টাকা দিয়ে ৩০টি কাঁচামরিচ কিনেছেন। তিনি সঙ্গে সঙ্গে গুণে হিসাব করে দেখেন এক টাকায় দুটি কাঁচামরিচের দাম পড়েছে।সাইফুল বলেন, ‘আমার মতো হাজারো মানুষ বাজারের এই অবস্থা দেখে হতাশ। বাজারের দিকে সরকারের নজর দেওয়া উচিত।’

‘নিম্ন আয়ের মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। বাজারে প্রতিদিন বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। এক টাকায় দুটি কাঁচামরিচ কিনতে হলে মানুষ আর কী খাবে!ভাসমান সবজি বিক্রেতা সালাম হোসেন বলেন, ‘আমার কিছু করার নেই। আমরাও তো চাই কম দামে বিক্রি করতে। কিন্তু বেশি দামে আমাদের কিনতে হয়। ফলে আমরাও বেশি দামে বিক্রি করি। তবে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৫০ টাকা।’সালাম হোসেন বলেন, ‘আমরাও পাইকারি দোকান থেকে আনতে পারি না। পাইকারি দোকান থেকে আনতে গেলে বেশি বেশি আনতে হয়। এজন্য খুচরা দোকান থেকেই পাঁচ-ছয় কেজি করে আনি। এজন্য আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ আগস্ট ২০২২ /এমএম