প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈদ উপলক্ষ্যে গ্রাহকের সুবিধার্থে রাজধানীর দুই সিটি করপোরেশনের পশুর হাট এলাকা ও দেশের বিভিন্ন শিল্পাঞ্চল সংলগ্ন এলাকার ব্যাংকের শাখাগুলো আজও খোলা থাকছে।এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লেনদন করতে পারবেন গ্রাহকরা।কোরবানির পশুর হাটের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্নে ব্যাংক লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি হাটগুলোতে জাল নোট যাচাইয়েও কাজ করছে ব্যাংকগুলো।রাজধানীর পশুর হাট ছাড়াও তৈরি পোশাক খাতের মতো দেশের বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শনিবার শিল্পাঞ্চলের ব্যাংকের শাখাগুলো খোলা আছে।
গত ৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ ৮ ও ৯ জুলাই শিল্পাঞ্চলে ব্যাংক খোলা রাখার প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে ৮ জুলাই সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ও সন্ধ্যা ৬টা থেকে রাত আটা পর্যন্ত ব্যাংকিং চালু রাখার নির্দেশ দেয়া হয়। অন্য দিকে ৯ জুলাই কোরবানির হাট ও শিল্পাঞ্চলের নিকটবর্তী ব্যাংকগুলোর শাখাগুলোকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ জুলাই ২০২২ /এমএম





