বাংলানিউজসিএ ডেস্ক :: ক্রিকেটার সাকিব আল হাসানকে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এ আয়োজন করেন তারা।এ সংবর্ধনার উদ্যোক্তা হলেন উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘শো-টাইম মিউজিক’ এর মালিক আলমগীর খান আলম।
এতে সাকিবকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্রীড়ামোদি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেন এবং সাকিবের সঙ্গে খোলামেলা কথা বলেন।সাকিব জানান, তার জীবনের স্মরণীয় ঘটনা হবে যদি তার অধিনায়কত্বে বাংলাদেশ বিশ্বকাপ জয় করতে পারে।
তিনি বলেন, “আগামী বিশ্বকাপে ভালো কিছু করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে।” নিউ ইয়র্ক প্রবাসী নাগরিকদের পক্ষ থেকে সাকিব আল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন যুক্তরাষ্ট্রের আবাসন ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন।
এসময় আনোয়ার হোসেন বলেন, “অবিশ্বাস্য ফর্মে থাকা সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে ছাপিয়ে গেছেন বহু নামজাদা ব্যাটসম্যানদের। অ্যাডাম গিলক্রিস্ট, জাভেদ মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনেরদের মতো তারকাদের টপকে সাকিব এখন বিশ্বকাপের ইতিহাসের সেরা রান সংগ্রাহকদের একজন। তিনি বাংলাদেশের গর্ব। প্রতিনিয়তই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। গড়ছেন নতুন নতুন মাইলফলক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাহাদ সোলায়মান, ফরিদ আলম, হাজী এনাম, আহসান হাবিব, ইয়াকুব এ খান, খন্দকার মাসুদুর রহমান, আহনাফ আলম, মইনুল ইসলাম ও শাহনেওয়াজ।সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তনিমা হাদী।
বাংলানিউজসিএ/ঢাকা / ২৩ জুলাই ২০১৯/ এমএম