Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৮০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ডলারের দাম ৮০ পয়সা বাড়ল। ফলে সোমবার আন্তঃব্যাংক বিনিময় হার প্রতি ডলারে দাঁড়িয়েছে ৮৭ টাকা ৫০ পয়সায়, যা আগে ছিল ৮৬ টাকা ৭০ পয়সা। একদিনে টাকার মান কমার হিসাবে সর্বোচ্চ।অভ্যন্তরীণ বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল করতে টাকার অবমূল্যায়ন করা হয়েছে বলে সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

এর আগে ১০ই মে বাংলাদেশি মুদ্রার ২৫ পয়সা অবমূল্যায়ন করা হয়েছিল, তখন ডলার প্রতি বিনিময় হার ছিল ৮৬.৭০ টাকা।তার আগে ২৩শে মার্চ ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল ৮৬.২০ টাকা, যা ২৭শে এপ্রিল বেড়ে দাঁড়ায় ৮৬.৪৫ টাকায়। জানুয়ারিতে বিনিময় হার ছিল প্রতি ডলার ৮৬ টাকা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ মে  ২০২২ /এমএম