Menu

অমিত কুমার উকিল, সাস্কাটুন থেকে ::‌ কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে অত্যন্ত ভাবগম্ভীর্য্য পরিবেশে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত ২৬ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর উদ্যোগে সাস্কাটুনের স্থানীয় এক মিলনায়তনে বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহনে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সাস্কাটুন ফেয়ারভিউয়ের এমএলএ ভিকি মাওয়াত, সাস্কাটুন ৩নং ওয়ার্ডের সিটি কাউন্সিলার ডেভিড কিরটন, কানাডা-ইন্ডিয়া এসোসিয়েশানের সভাপতি লক্ষ্মী প্যাটেল, ইন্ডিয়ান-মেটি ফ্রেন্ডশিপ এর নির্বাহী পরিচালক রবার্ট ডোকেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই এর পক্ষে দেবাশীষ ভৌমিক গৌতম, GSA এর সভাপতি রিফাত জাহান, বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি মোহাম্মদ আজাদ বক্তব্য দেন।

সাস্কাটুন বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। শিশুকিশোরদের চিত্রাংকন এবং আবৃতি প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

অস্থায়ী শহীদ মিনার নির্মাণের কাজটি করেছে সব্যসাচী চৌধুরী, সৌভিক উকিল, সাইদুজ্জামান অভি। বছরের প্রথমেই মিলনায়তন ভর্তি দর্শকবৃন্দ মুগ্ধ হয়ে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ মার্চ  ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ