Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ করোনা সংক্রমণের মধ্যে ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে ঈদপরবর্তী আবারো ট্রাক সেল চালু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার থেকে সারাদেশে এই কার্যক্রম শুরু হবে এবং ছুটির দিন ছাড়া ২৬ আগস্ট পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল রবিবার টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিসিবি কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে সারা দেশব্যাপী বিক্রয় করা হবে। বিক্রয় কার্যক্রম ২৬ আগস্ট পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি বিক্রয় করা হবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে।এর আগে ঈদ উপলক্ষে গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘চলমান ট্রাকে বিক্রি কার্যক্রম’ ১৯ জুলাই থেকে এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ জুলাই ২০২১ /এমএম