Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, সৌন্দর্যের কথাও বলে। কিন্তু সেই চোখের নিচে কালো দাগ হলে, তা শুধুমাত্র চোখের জন্যই খারাপ নয় বরং কালো ছাপ দীর্ঘস্থায়ী হলে ত্বকের জন্যও তা ভীষণ ক্ষতিকর। নিত্যদিনের কর্মব্যস্ততায় ক্লান্তি ভর করে শরীরে তাই কালো দাগ ঠেকাতে প্রয়োজনী পদক্ষেপ নেওয়া হয়না। এই দাগ ক্রমশ বাড়তে থাকলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে সমাধানও আছে, ঘরোয়া কিছু যত্ন নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

শসা

সবারই কমবেশি জানা যে শসা চোখের নিচের কালো দাগ দূর করে। শসা কুঁচি করে তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে ঠাণ্ডা করে নেবেন। তার পর এই প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে সেই অংশে আমণ্ড বা নারকেল তেল লাগিয়ে নেবেন।

কাঁচা হলুদ

ত্বকের যত্নে কাঁচা হলুদ সবসময় উপকারি। কাঁচা হলুদের সঙ্গে নারকেল তেল আর আমণ্ড তেল মিশিয়ে চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

দই

চোখের কালো দাগ দূর করতে দই উপকারি। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বৃদ্ধি করে। দই, মধু ও গোলাপ পানির প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টি-ব্যাগ

টি-ব্যাগ ব্যবহার করার পরে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর তা চোখ বন্ধ করে ১০মিনিট চোখের উপর রেখে দিন। নিয়মিত কয়েকদিন ব্যবহার করলেই দূর হবে চোখের নিচের কালো দাগ।

কফি

কফি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস এখন বাজারেই পাওয়া যায়। এক চামচ কফিবিন গুঁড়ার সঙ্গে পরিমাণমতো কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচ সহ সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরিষ্কার তোয়ালে বা গামছা দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ঘুমানোর আগে চোখের চারপাশে একবার আমণ্ড তেল লাগিয়ে নিন। প্রতিদিন ব্যবহার করুন এই প্যাক। তাহলে সহজেই দূর হবে চোখের নিচের কালো দাগ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ জুলাই ২০২১ /এমএম


Array