Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজি ও মাছ মাংসের দাম।শুক্রবার রাজধানীর শ্যামলী ও ফার্মগেট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। সেইসঙ্গে মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা থেকে ১০০টাকা পর্যন্ত। কোনো কোনো মাছের ক্ষেত্রে এর থেকেও বেশি দাম বাড়ানো হয়েছে। বাজারগুলোতে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে খাসি ও গরুর মাংসের দাম।

মাংস এবং মাছ বাজারে গিয়ে দেখা যায়, বাজারে প্রতি কেজি খাসির মাংসের দাম চাওয়া হচ্ছে ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা, গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ৫৮০ থেকে ৬০০টাকা।

এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ২২০ থেকে ২৮০ টাকার মধ্যে। মৃগেল মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি, যা আগে ছিল ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। যা আগে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮৫০ টাকায় এবং চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা কেজি।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সব থেকে বেশি বেড়েছে গাজরের দাম। এক সপ্তাহ আগে কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হওয়া গাজরের দাম বেড়ে ১৩০ টাকা পর্যন্ত উঠেছে। এটিই এখন বাজারের সব থেকে দামি সবজি। পাকা টমেটো গত সপ্তাহে ৮০ টাকা কেজি বিক্রি হলেও দাম বেড়ে এখন ১০০ থেকে ১২০ টাকা কেজি। বেগুনের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।

যা আগের সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া ঝিঙের দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকা হয়েছে। করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। চিচিঙ্গার কেজি সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে ৬০ টাকা হয়ে গেছে। ৬০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে হয়েছে ৮০ টাকা।

এছাড়াও শুকনো মরিচ প্রতি কেজি ১৫০-২৫০ টাকা, রসুনের কেজি ৮০-১৩০ টাকা, হলুদ ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আদার কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। আর দেশি আদার কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। পেঁয়াজের কেজি গত সপ্তাহের মতো ৫০ টাকা ।

লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকায়। হাঁসের ডিমের দাম বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা। সোনালী (কক) মুরগির ডিমের ডজন ১৫০ টাকা।এছাড়া বাজারে আগের মতই প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। ব্রয়লার মুরগি ১৫০ টাকা। লেয়ার মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯  জুলাই ২০২১ /এমএম