Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সামনে বৈশাখ। বাংলা নতুন বছরের শুরু। এই দিনটায় নববর্ষকে বরণ করা হয় বাঙ্গালী ভঙ্গিমায়। নারীদের সাজকে সম্পূর্ণ করে তোলে ফুলের তৈরি নানা ধরনের প্রসাধনী। কিন্তু, ফুলের তৈরি জিনিসগুলো ছাড়া যেনো বাঙ্গালীর বৈশাখ সাজ অসম্পূর্ণ। তার মধ্যে নানা রঙের ফুলের তৈরি টায়রা অন্যতম।

চলুন জেনে নেই কীভাবে ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ফুলের টায়রা।

যে জিনিসগুলোর প্রয়োজন হবে: তাজা ফুল, ফ্লোরাল টেপ, ফুল লাগানোর জন্য রিবন বা তার বিশেষ, কাচি, এবং সুইসুতা।

যেভাবে বানাবেন:

১. ফুলগুলোকে বোটাসহ এক থেকে দেড় ইঞ্চির মত লম্বা করে রেখে কেটে নিতে হবে।

২. নিজের মাথার মাপের সমান করে রিবন অথবা তারের মত কিছু নিতে হবে। মজবুত করার জন্য ডবোল করে রিবন নিতে হবে।

৩. ফ্লোরাল টেপ দিয়ে রিবনটিকে পেঁচিয়ে নিতে হবে। তারপরে এক এক করে নিজের পছন্দ মত ফুলগুলোকে সুই-সুতা দিয়ে সেলাই করে রিবনের সাথে ভালো করে লাগাতে হবে।

৪. যতটুকু প্রয়োজন ততটুকুতে ফুল লাগানো হয়ে গেলে শেষ করে ভালো মত সুতো পেঁচিয়ে দিতে হবে।

৫. বাইরের যে অংশটি বেরিয়ে থাকবে সে জায়গাটি ভালো করে ফ্লোরাল টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে।

উৎসবের আগের রাতে টায়রা বানিয়ে ফ্রিজে রেখে দিলে তাজা থাকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ এপ্রিল ২০২১ /এমএম