Menu

ঢাকায় ই-কমার্সের ডাক মেলায় ইনোভেডিয়াস

বাংলানিউজসিএ ডেস্ক :: ই-কমার্সের ডাক শীর্ষক মেলায় ঢাকাতে অংশ নিচ্ছে ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড।

ই-কমার্স ব্যবসাকে দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে ১৭ এবং ১৮ মে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী রাজধানীর গুলিস্থানের ঢাকা জিপিওতে অনুষ্ঠিত হবে এই মেলা।

বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশন (ই-ক্যাব) ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ ছাড়াও ই-কমার্স সেক্টরে নানাবিধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে।

মেলায় ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের স্টল থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে ইনোভেডিয়াসের ব্র্যান্ড ‘রেজিস্ট্রো’ দিবে ২ জিবি পর্যন্ত ফ্রি হোস্টিং এবং ইনোভেডিয়াসের সহযোগী প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজিস লিমিটেড তাদের লং-ডিস্ট্যান্স রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’ ব্যবহারে দিবে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ছাড়।

ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ইমন জানান, ইনোভেডিয়াস নানা রকম আইটি ও আইটি এনাবলড সেবা ও কনসালটেন্সি সেবা দেয়। ই-কমার্সের জন্যও ইনোভেডিয়াসের নানারকম সেবা ও অফার রয়েছে। মূলত এ সেবাকে আগ্রহী ই-কমার্স উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতেই মেলায় অংশ নেয়া।

তিনি বলেন, বাংলাদেশ ডাক বিভাগ ও ই-ক্যাব ই-কমার্স ব্যবসাকে পৌঁছে দিতে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এমন একটি উদ্যোগে তাদের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। মেলায় আমাদের স্টলে সেবাগুলোর পাশাপাশি নানা অফার ও ছাড়ের সুবিধা থাকবে। এ ছাড়াও, আমরা বিশ্বাস করি ই-কমার্স উদ্যোক্তাদের ব্যবসায় সম্প্রসারণ ও নতুন ই-কমার্স ব্যবসা সৃষ্টির ক্ষেত্রে ইনোভেডিয়াস তার সেবা দিয়ে পর্যাপ্ত সহযোগীতা করতে পারবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ মে ২০১৯/ এমএম


Array