বাংলানিউজসিএ ডেস্ক :: যশোরের এইচএমএম রোডে সেলস সেন্টারের উদ্বোধন করেছে জুতা বিক্রেতা প্রতিষ্ঠান ভাইব্রেন্ট। বুধবার (১০মে) চৌদ্দ তম আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার এসএম বেনজির সাকলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্রিয়েটিভ ডিরেক্টর মির্জা মুজাহিদ, ও মো. কামরুল ইসলাম, জিএম-মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশনস সহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তাবৃন্দ।
হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস জানান, যাত্রা শুরুর পর থেকে গ্রাহকের চাহিদা, রুচি, আধুনিকতা ও আয়ের কথা বিবেচনায় রেখে আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতা সরবরাহ করছে ভাইব্রেন্ট।
তিনি আরও জানান, শীঘ্রই বিভাগীয় শহর রাজশাহীতে ভাইব্রেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সব গুলো আউটলেটে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমেও কেনাকাটা করা যাচ্ছে। অনলাইনে গ্রাহকসেবা দিচ্ছে ভাইব্রেন্ট। উদ্বোধন উপলক্ষে ২০ শতাংশ মূল্যছাড় রয়েছে যশোরের এইচএমএম রোডের আউটলেটে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ মে ২০১৯/ এমএম