Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  প্রকৃতিতে শীতের আগমনী বার্তা চলে এসেছে। আর এর প্রভাব পড়তে শুরু করেছে আমাদের ত্বকে। ফ্যাকাশে হয়ে যাচ্ছে ত্বক। এ সময়ে ত্বকের নিতে হয় বাড়তি যত্ন। তাই সময় এখন ময়েশ্চারাইজার ব্যবহারের।

তবে আমরা অনেকেই জানি না যে শীতে ত্বকে কেমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

যাদের ত্বক শুকনো, মিশ্র প্রকৃতির তারা তেল বা ফ্যাটনির্ভর ময়েশ্চারাইজার করতে পারেন। কারণ এতে আর্দ্রতা বজায় রাখে। যাদের ত্বক তৈলাক্ত, অল্পতেই ঘামেন তাদের জন্য হাইড্রেট বা পানিনির্ভর ময়েশ্চারাইজার ভালো।

ঘরোয়া উপাদান সবসময়ের জন্য সেরা। শীতে এ সময়ে ঘরেই তৈরি করতে পারেন ময়েশ্চারাইজার।

এতে বিষাক্ত কেমিক্যালের হাত থেকে ত্বক সুরক্ষিত থাকবে এবং অ্যালার্জি ও ব্রণের সমস্যাও হবে না।

ঘরে তৈরি ময়েশ্চারাইজার। ত্বকের দাগ ও সূর্যের আলো থেকে রক্ষা করে। এ ছাড়া শুকনো হয়ে যাওয়ার থেকে ত্বককে রক্ষা করে।

নারিকেল তেল দিয়ে ময়েশ্চারাইজার

উপকরণ

খাঁটি নারিকেল তেল হাফ কাপ, ভিটামিন ই ক্যাপসুল ৩টা, ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল ১২ ফোঁটা।

যেভাবে তৈরি করবেন

একটা বাটিতে গরম পানি নিন। তার ওপর একটা বাটিতে নারিকেল তেল ঢেলে ভালো করে গলিয়ে নিন। এবার এই তেলের মধ্যে সব উপকরণ দিয়ে দিন। এবার পুরো মিশ্রণটা ঠাণ্ডা হলে কাচের পাত্রে সংরক্ষণ ও ব্যবহার করুন।

অ্যালোভেরা ময়েশ্চারাইজার

উপকরণ

নারিকেল তেল ২ চামচ, অ্যালোভেরা জেল ৪ চামচ, ভিটামিন ই অয়েল এক চামচ ও আমন্ড অয়েল ২ চামচ।

যেভাবে তৈরি করবেন

একটি পরিষ্কার বাটিতে প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে তার মধ্যে নারিকেল তেল, ভিটামিন ই ও আমন্ড অয়েল মিশিয়ে নিন। প্রতিদিন গোসলের পর ব্যবহার করুন।

লেখক: স্বত্বাধিকারী নূপুর বিউটি পার্লার, বালুঘাট বাজার, ঢাকা-ক্যান্টনমেন্ট।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮  নভেম্বের ২০২০/এমএম

 


Array