Menu

২৫ কেজি এলপিজি সিলিন্ডার নিয়ে এল ওমেরা

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রথম বারের মতো এখন থেকে বাজারে পাওয়া যাবে ওমেরা এলপিজির ২৫ কেজি সিলিন্ডার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান ২ এ অবস্থিত একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির সিইও শামসুল হক আহমেদ।

আরও উপস্থিত ছিলেন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের (ওপিএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী মাহজাবিন চৌধুরী, বিশেষ অতিথি জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট, এম.যে.এল বাংলাদেশ লিমিটেডের সিইও এম মুকুল হোসেন, ওমেরা এলপিজির সিএফও আক্তার হোসেন সান্নামাত এবং ওমেরা এলপিজির কর্মকর্তা, প্রতিনিধি ও পরিবেশকমণ্ডলী।

সংবাদ সম্মেলনে ওমেরার কর্মকর্তারা জানান, গ্রাহকদের উচ্চ চাহিদার কথা মাথায় রেখে এবং সহজলভ্যতা, ব্যবহারযোগ্যতা ও সুরক্ষা নিশ্চিত সাপেক্ষে দেশের বাজারে এখন থেকে ওমেরার এলপিজির ২৫ কেজি এসকেইউ সিলিন্ডার পাওয়া যাবে। এ ছাড়াও ওমেরার ৫.৫ কেজি, ১২ কেজি ও ৩৫ কেজি এবং ৪৫ কেজির সিলিন্ডার বাজারে রয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/এমএম