বাংলানিউজসিএ ডেস্ক :: আজ ২০ এপ্রিল শনিবার টরন্টোতে অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৯। শহরের রেল সাইড রোডস্থ টরন্টো প্যাভিলিয়ানে এই উৎসবে বক্তব্য দেন অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার মিজানুর রহমান, স্থানীয় এম পি, এমপিপি, কাউন্সিলার এবং সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পী এবং বাংলাদেশী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন এন্ড্রু কিশোর। কমেডি নাটক ‘লটারি’তে অভিনয় করেন আজিজুল হাকিম ও রিচি সোলাইমান।
প্রতি বছর দুই দিন এই উৎসবের আয়োজন করা হয়। এবার এক দিনের অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল। তারপরও আসেন নি মৌসুমী, ফেরদৌস এবং ওমর সানী।
বাংলানিউজসিএ/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/এমএম
Array