Menu

‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক কর্মশালা ৪ মে

বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশের মানবসম্পদ ইকোসিস্টেম উন্নতির লক্ষ্যে, কমিউনিকেসন ফার্ম র’দিয়া আইএনসি, ড্রিম ডিভাইজারের সহযোগিতায় ‘কমিউনিকেসন ফর ক্যারিয়ার’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে শনিবার ৪ মে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঢাকাস্থ গ্রীন রোড ক্যাম্পাসের ডঃ এম. আই. পটওয়ারী মিলনায়তনে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

‘কমিউনিকেসন ফর ক্যারিয়ার’ শীর্ষক কর্মশালায় বাংলাদেশে ক্যারিয়ার গঠনের বিভিন্ন প্রেক্ষাপট, প্রয়োজনীয় কমিউনিকেসন স্কিল এবং বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের প্রস্তুতির বিভিন্ন উৎসগুলো সম্পর্কে বিস্তৃত আলোকপাত করা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে স্বেচ্ছাশ্রম, ইন্টার্নস, খণ্ডকালীন বা ফুলটাইম চাকরি পাওয়ার সহায়তা করার জন্য সংশ্লিষ্ট মানবসম্পদ পেশাজীবীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে।

নলেজ পার্টনার হিসাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মিডিয়া পার্টনার হিসাবে থাকছে বাংলানিউজ এবং ব্রান্ডিং এনগেজমেন্ট পার্টনার হিসাবে টিম পিআর থাকছে কর্মশালায়।

২০ থেকে ৩৫ বছর বিভিন্ন সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অনলাইন আবেদনের ভিত্তিতে নির্বাচিত করা হবে।সংশ্লিষ্ট বিষয়ের ডোমেন এক্সপার্ট এবং রিয়েললাইফ এইচআর পেশাদাররা অতিথি বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।

অনলাইন রেজিস্ট্রেশন শেষ তারিখ ৩০ এপ্রিল এবং ইভেন্ট সম্পর্কে বিস্তারিত https://www.facebook.com/events/2348367782094135/ এই লিঙ্কে পাওয়া যাবে।

বাংলানিউজসিএ/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/ইএন


Array