Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ব্যবহার করা গ্রিন টি বা ব্ল্যাক টি-ব্যাগ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়। এটি ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি দূর করবে ত্বকের বলিরেখা। জেনে নিন ত্বকের যত্নে টি-ব্যাগের ব্যবহার।ব্যবহারের পর গ্রিন টি-ব্যাগ থেকে পাতা বের করে ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ পুনর্জীবিত করবে।ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন টি-ব্যাগ। আধা ঘণ্টা পর চোখের উপরে রেখে দিন ১০ মিনিট। ডার্ক সার্কেল দূর হবে।
টি-ব্যাগের চা পাতা বের করে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা করে ছোট কাপড় ভিজিয়ে ত্বকে চেপে নিন। রোদে পোড়া দাগ দূর হবে।

ত্বকের অতিরিক্ত তেল দূর করতে চায়ের লিকার দিয়ে ধুয়ে নিন ত্বক।
গ্রিন টি-ব্যাগ কুসুম গরম পানিতে ডুবিয়ে ঠোঁটে লাগান। ঠোঁট ফাটা থেকে মুক্তি মিলবে।
চোখের ফোলা ভাব কমাতে টি-ব্যাগ চোখের উপরে রেখে দিন ৫ মিনিট।

ঠোঁটের কোণে ফাটল
খেয়াল করুন আপনার ঠোঁটের কোণে কোনও রকমের ফাটল বা ফুসকুড়ি, ব্যথা ও রক্তক্ষরণ হচ্ছে কিনা। এ ধরনের লক্ষণ দেখলে বুঝবেন আপনি আয়রন ও বি ভিটামিন এর অভাবে ভুগছেন।

কী করবেন: আয়রনসমৃদ্ধ ও বি ভিটামিনযুক্ত খাবার যেমন ডিম ,দুধ ,মাংস, সবুজ শাকসবজি বিশেষ করে কচুর শাক, ব্রকলি ইত্যাদি আপনার খাদ্য তালিকায় যোগ করুন।

চোখে ঝাপসা দেখা

চোখে ঝাপ্সা দেখলে বুঝতে হবে আপনি ভিটামিন এ এর অভাবজনিত রোগে ভুগছেন

কী করবেন: বিটা ক্যারোটিন, রঙিন শাকসবজি গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, দুধ ও ডিম জাতীয় খাবার খাদ্য তালিকায় যোগ করুন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ মে ২০২০/এমএম


Array