বাংলানিউজসিএ ডেস্ক :: গরমের ফল তরমুজ। এখন তরমুজের ভরা মৌসুম। একে বলা হয় রসালো ফল। কারণ, এই ফলের ৯২% পানিতে পূর্ণ। তাই পানির ঘাটতি মেটাতে সহজেই এই ফল দিয়ে অনেকেই টিফিন সারেন। একই সঙ্গে সুস্বাদুও।যদিও তরমুজ কেটে টুকরো করার বিভিন্ন উপায় আছে। তার মধ্যেই এক টিকটক ইউজার কয়েক সেকেন্ড কেটে ফেললেন গোটা তরমুজ! ‘পপস কিচেন’ নাম দিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও আপলোড করতেই ভাইরাল সেটি।
৩৩ মিলিয়নেরও বেশি ভিউয়ার্স এবং ১.২ মিলিয়ন লাইক পেয়েছে তরমুজ কাটার এই বিশেষ পদ্ধতির ভিডিও। টিকটক ইউজার প্রথমে তরমুজের দু’পাশ অর্ধবৃত্তাকারে কেটে নেন। তারপরে, তিনি তরমুজের পিঠে লম্বা করে কাটতে শুরু করেন। তারপর চওড়ায়। এভাবে নিমেষে গোটা তরমুজ টুকরো হয়ে যায়।
দ্রুত কাটার জন্য টিকটক ইউজার একটি মাংস কাটার ছুরি ব্যবহার করেছিলেন। যদিও এভাবে কেটে রাখা তরমুজ না খাওয়াই ভালো। ফ্রিজে রাখলেও কাটা ফলের গুণ চলে যায়। তাই প্রত্যেকবার তরমুজ খাওয়ার আগে চেষ্টা করুন তরমুজ থেকে একটা অংশ কেটে নিয়ে খেতে।
দেখুন সেই ভিডিও:
https://youtu.be/72G24lCzrHY
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ এপ্রিল ২০২০/এমএম





