বাংলানিউজসিএ ডেস্ক :: এক বছরে বাংলাদেশ থেকে দেড় লাখ পর্যটক নেবে মালয়েশিয়া। তারা বাংলাদেশি পর্যটকদের ই-ভিসা সুবিধা দেবে। এর অংশ হিসেবে তিন মাসের বৈধতাসহ ৩০ দিনের জন্য একক-এন্ট্রি ভিসা পাবেন বাংলাদেশি পর্যটকরা।
এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটনে অগ্রগতি হবে। বুধবার বিকালে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার ট্যুরিজম প্রোমোশন বোর্ডের উপপরিচালক (সাউথ এশিয়া ইউনিট) রাজাদি রহিম।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার কনসুলার জহুরি মোহাম্মাদ ইউসুস বলেন, ‘বাংলাদেশি পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরিতে কাজ করছে ট্যুরিজম মালয়েশিয়া। ২০১৯ সালে ১ লাখ ৫৪ হাজার ৬০০ বাংলাদেশি পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।’ জহুরি মোহাম্মাদ ইউসুসের দেয়া তথ্যানুযায়ী, ২০১৮ সালে মোট ১ লাখ ৫০ হাজার ৫৪ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ভ্রমণ করেছিল।
২০১৭ সালে ১ লাখ ১১ হাজার ৮৩৬ জনের তুলনায় এ সংখ্যা ৩৪ দশমিক ২ শতাংশ বেশি। অনুষ্ঠানে জানানো হয়, মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া, মালিন্দো এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও রিজেন্ট এয়ারওয়েজ প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ৬১টি ফ্লাইট পরিচালনা করছে।
বাংলানিউজসিএ/ঢাকা/২১ মার্চ ২০১৯/ইএন