বাংলানিউজসিএ ডেস্ক :: কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো কাতারের শ্রমবাজার। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।কাতারের দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে শ্রমবাজার খোলার এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মন্ত্রী বলেন, কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকবে, কেননা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ঐ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলানিউজসিএ/ঢাকা/০৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Array