Menu

জিগাতলায় স্বপ্নের অত্যাধুনিক আউটলেট উদ্বোধন

বাংলানিউজসিএ ডেস্ক :: রাজধানীর জিগাতলা পোস্ট অফিস রোডে সম্প্রতি সুপারসপ স্বপ্নের অত্যাধুনিক আউটলেটের উদ্বোধন করেন স্বপ্নের প্রধান নিবার্হী কর্মকর্তা সাব্বির হোসাইন নাসির।

এ সময় উপস্থিত ছিলেন বিক্রয় এবং কর্পোরেট বিষয়ক প্রধান মো. শামছুজ্জোহা শিমুল, ব্যবসা উন্নয়ন প্রধান মোহাম্মদ রাজিবুল হাসান, বিভাগীয় প্রধান সমীর কুমার ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে সাব্বির বলেন, স্বপ্ন যৌক্তিক মূল্যে উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করছে।

তিনি বলেন, স্বপ্ন উন্নতমানের পণ্য সংগ্রহ করছে এবং আউটলেটের মাধ্যমে বিক্রয় করছে।স্বপ্ন ভোক্তাদের নিবিড় সার্ভিস প্রদানের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

জিগাতলা আউটলেটে স্বপ্ন ক্রেতাদের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করছে এবং কাস্টমার সেবা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য স্বপ্ন দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ এসিআই-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

বাংলানিউজসিএ/ঢাকা/১০ মার্চ ২০১৯/ইএন