Menu

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার কমিটি গঠিত

বাংলানিউজসিএ ডেস্ক :: মালয়েশিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার (বিসিপিএম) ২০১৯-২০ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে নির্বাচন ও সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সর্বসম্মতিক্রমে এটিএন বাংলার প্রতিনিধি এসএম রহমান পারভেজকে সভাপতি, এনটিভির প্রতিনিধি কায়সার হামিদ হান্নানকে সাধারণ সম্পাদক ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি শামছুজ্জামান নাঈম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সর্বসম্মতিক্রমে গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন (আলোর ডাক) মোস্তফা ইমরান রাজু (আরটিভি) সহ সভাপতি রফিক আহমেদ খান (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের (সময় টিভি), দপ্তর সম্পাদক শাখায়াত হোসেন জনি (ফোকাস বাংলা), সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল মামুন (বিজয় টিভি) প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ (আমাদের সময়), সাস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (আমাদের বাংলাদেশ) সম্মানিত সদস্য বৃন্দ হলেন -রফিকুল ইসলাম (আলোর ফোয়ারা) মোহাম্মদ এনায়েত হোসেন মুন্না (বরিশাল বার্তা)।

প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধি করা, অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানোরসহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দীর্ঘদিন থেকে কাজ করছে এই সংগঠন। এছাড়াও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়াস্থ বাংলাদেশী কমিউনিটির মাঝে সম্পর্ক উন্নয়নে কাজ করছে। একটি পেশাদার সংগঠন হিসেবে নিজেদের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি, ঐক্যবদ্ধ অবস্থান, সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শ প্রমাণের অংশ হিসেবে কমিটি।

বাংলানিউজসিএ/ঢাকা/৮ মার্চ ২০১৯/ইএন


Array

এই বিভাগের আরও সংবাদ