বাংলানিউজসিএ ডেস্ক :: নিউইয়র্কে বাংলাদেশি ব্যক্তির মালিকানাধীন টেলিভিশন চ্যানেল ‘এটিভি’র লোগে উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধিজনের উপস্থিতিতে এ লোগো ও এটিভির ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় এটিভির কর্ণধার ফরিদ আলম বলেন, প্রবাসীদের জানতে ও জানাতে এবং সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ে যাত্রা শুরু করলো এটিভি।অনুষ্ঠানে এটিভির সিইও ফরিদ আলম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির জন্য তারা বিরাট ভূমিকা রাখছেন। তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরবে এটিভি।অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ জানুয়ারি ২০২০ /এমএম