Menu

পুঁজিবাজার বন্ধ থাকবে বৃহস্পতিবার

বাংলানিউজ সিএ ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার।

এ উপলক্ষে ঢাকা মহানগরে অবস্থিত সব তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় এর ২৫/০২/২০১৯ তারিখের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৩.১৭-৩৮ এবং ২৬/০২/২০১৯ তারিখের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০১.১৭-৪০ অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ সিটি করপোরেশন নির্বাচনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে ডিএসইতে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

বাংলানিউজসিএ/ইএন/২৭ ফেব্রুয়ারি ২০১৯ইং


Array