Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অফিসে স্মার্ট লুকের জন্য আপনি কালো পোশাক পরতে পারেন অনায়াসেই। কারণ একই রঙের কত রূপ, তা কালো পোশাকেই দেখা যায়। এই যেমন কালো পোশাকে কখনো কখনো হয়ে উঠে শোকের প্রকাশের পোশাক। আবার কালোতেই ফুটে ওঠে ব্যক্তিত্বের নানা রূপ। তাই আমাদের দেশের ফ্যাশন হাউসগুলো কালো শাড়ি, সালোয়ার, টপ, টিউনিক, ফ্রক, কোট, শার্ট, ফতুয়াসহ নানা ধরনের পোশাক ডিজাইন করে থাকে। তবে কালো পোশাকে গরম বেশি লাগে। তাই গরম আবহাওয়ায় কালো পোশাক না পরাই ভালো।

যেহেতু গরম আবহাওয়া, তাই আরামের জন্য হালকা রঙের কামিজ, কুর্তি কিংবা ফতুয়া পরতে পারেন। কারণ আধুনিক কাটছাঁটে আর আরামদায়ক কাপড় পোশাকগুলো ভিন্নমাত্রা এনে দেয়। আর ঢিলেঢালা ফুলহাতা ডিজাইনের পোশাকগুলো আধুনিকতার ছোঁয়া এনে দেয়।

তবে আপনি সাদা কিংবা ছাই কালারের হালকা রঙের পোশাকও পরতে পারেন। এতে আপনার চোখকে প্রশান্তি এনে দেবে। সাদা পোশাকের মতো হালকা গোলাপি পোশাকও আরাম দেবে। আর বিশ্ব ফ্যাশনে হালকা রঙের প্যালেট থেকে বেছে নিতে পারেন বাটার ইয়েলো,আইসি ব্লু, চেরি রেড, সোনালি, রুপালি মতো রঙগুলোকেও।

আর গরম আবহাওয়ায় সবচেয়ে ভালো হয় সুতি কাপড়ের পোশাক। কারণ সুতি কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে অনায়াসে। ঘাম শোষণক্ষমতাও বেশি থাকে। সুতির পরই গরমে আরামদায়ক কাপড় হলো নরম লিনেন। আপনার শরীরে কাপড় আছে কি নেই, তা অনুমান করতে পারবেন না।

আরও বেছে নিতে পারেন খাদি, ভিসকস, ধুপিয়ান, শিফন, সিল্কের পোশাক। এসব কাপড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট কিংবা জ্যামিতিক প্যাটার্নের ছোঁয়ায় তৈরি হয়। আর এই কাপড়ের পোশাকে নান্দনিকভাব ফুটিয়ে তোলে, যা অফিস কিংবা বাইরে যে কোনো পরিবেশে সহজেই মানিয়ে নেওয়া যায়।

তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে। আর সেটা হলো—রঙের সঙ্গে মানানসই পোশাক। কারণ সব রঙের জিনিসের তাপ ধারণক্ষমতা এক রকম নয়। কালো রঙের পোশাকই সবচেয়ে বেশি তাপ ধারণ বা তাপ শোষণ করতে পারে। তাই কালো রং গরমের জন্য উপযুক্ত নয়। শুধু কালো রংই নয়, অন্যান্য গাঢ় রঙের পোশাকও গরম বাড়িয়ে দিতে পারে। আর গাঢ় রংও তাপ শোষণ ক্ষমতা বেশি। তাই গরমের স্টাইল মানে খুব জমকালো কোনো পোশাক নয়, আরামদায়ক হালকা ও সাদামাটা হওয়া উচিত। এতে আপনাকে দেখতে ভালো লাগবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৪ আগস্ট ২০২৫ /এমএম


Array