Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাড়ি, অফিস, পাবলিক টয়লেট এবং রেস্তোরাঁয় কমোড ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার সময় আপনার কয়েকটি বিষয় মনে রাখা উচিত।যেমন এটিতে বসার পদ্ধতি, ব্যবহারের পর এটি ঢেকে রাখা ইত্যাদি। ব্যবহারের পর বন্ধ করে দেওয়া উচিত। ঢাকনা বন্ধ না রাখলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করলে বাতাসে ব্যাকটেরিয়া বেরিয়ে যেতে পারে, যা পরে দেয়াল, টুথব্রাশ এবং তোয়ালের মতো পৃষ্ঠে লেগে থাকতে পারে এবং জিনিসপত্র দূষিত হতে পারে। এমন পরিস্থিতিতে, এই দূষিত জিনিসগুলি স্পর্শ করা এবং নোংরা ব্রাশ বা তোয়ালে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া প্রতিদিন টয়লেটে জীবাণুনাশক ব্যবহার করা উচিত।

ঢাকনা বন্ধ করা ভালো অভ্যাস

আপনার টয়লেট যতই পরিষ্কার হোক না কেন, প্রতিদিন ব্যবহারের পর এটি একটু নোংরা হয়ে যায়। এমন পরিস্থিতিতে, টয়লেট সিটের ঢাকনা বন্ধ করলে আপনার বাথরুম পরিষ্কার দেখায় এবং মানুষ তাতে দাগও দেখতে পায় না। সিট ব্যবহারের পর এর ঢাকনা বন্ধ করে দেওয়া ভালো অভ্যাস।

শিশুদের জন্য নিরাপদ

শিশুরা খোলা টয়লেট সিটের প্রতি বেশি আকৃষ্ট হয়। এমন পরিস্থিতিতে, শিশুটি এতে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। এছাড়াও বাচ্চারা এতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও ফেলতে পারে। তাই ঢাকনা বন্ধ রাখা নিরাপদ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ এপ্রিল ২০২৫ /এমএম

 


Array