Menu

কানাডায় সড়ক দুর্ঘটনায় মনপুরার সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

বাংলানিউজসিএ ডেস্ক :: ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল আটটার দিকে কানাডার মন্ট্রিলে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

সালাউদ্দিন চৌধুরীর ছেলে সজীব চৌধুরীর বরাত দিয়ে বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার কবির এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় সন্ধ্যায় একটি সড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।সালাউদ্দিন চৌধুরী মনপুরা উপজেলা বিএনপির সহ সভাপতি ছিলেন। তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ