Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ এ অংশ নিয়ে বাংলাদেশের দুটি দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে। পদকপ্রাপ্ত দল দুটি হলো- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রার নেতৃত্বাধীন ‘সাইবার স্কোয়াড’ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বাধীন দল ‘চেইঞ্জ মেকার্স ২০২৪’ ।গত ২৮ নভেম্বর তুরস্কের ইজমিরে শুরু হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২১তম আসর। dkb দিনব্যাপী এই মূল প্রতিযোগিতা আসরে অংশ নেয় ৮৭টি দেশের ৫৬০টি রোবট দল। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১৫০ জন প্রতিনিধি এবং ৫৭টি দেশ থেকে ১৯৭ জন বিচারক নিজ নিজ ক্ষেত্রে তাদের নিজের দেশের প্রতিনিধিত্ব করেছে।এতে এ বছর ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশের মোট ১২ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘মায়ের দোয়া রোবোটিক্স’ দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম এবং রাজউক উত্তরা মডেল কলেজের এস এম মহিউদ্দিন সামি। ‘সাইবার স্কোয়াড’ দলের সদস্য বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আফিয়া হুমায়রা, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ওমেরা ফিদান এবং এস ও এস হারম্যান মেইনার কলেজের নুজহাত জাহান। ‘চেইঞ্জ মেকার্স ২৪’ দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আনজুম পুষ্প এবং সরকারি মদন মোহন কলেজের বি এম হামীম। ‘টিম সাইবারওয়েভ’ দলের সদস্যরা হলেন- স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার শেহরিজাদ, ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরাহ মাহতালত এবং আশালীনা যোহারিন।প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ দলের সদস্যরা ২ ডিসেম্বর সোমবার বিকালে ঢাকায় পৌঁছেছে।

এ বছরের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীদের এ ধরনের বুদ্ধিবৃত্তিক কাজে আরও অনেক বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের উপদলনেতা মাহেরুল আজম কোরেশী। এছাড়া এবার আন্তর্জাতিক পর্বের বিচারক হিসেবে যুক্ত ছিলেন সাজ্জাদ ইসলাম, রেদওয়ান ফেরদৌস এবং সিহাব সারার আহমেদ।এর আগে গত সেপ্টেম্বর মাসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক দল নির্বাচনি ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচিত দল ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে।

উল্লেখ্য, ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয় বাংলাদেশ। সে বছর কোনো অলিম্পিয়াড আয়োজন করা হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। এর পরের বছর ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ।এছাড়া ২০২৩ সালে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশের টিম। এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ ডিসেম্বর ২০২৪ /এমএম