Menu

ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রির নিরাপদ ইন্টারনেট সেবা

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে প্রথমবারের মতো নিরাপদ ইন্টারনেট সেবা চালু করল ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রি। এই ইন্টারনেট ব্রডব্যান্ড সেবায় ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। সঙ্গে থাকবে ইকো ফ্রেন্ডলি ফোন, আইপি টিভি সেবা। সোমবার রাজধানীর একটি হোটেলে ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রি ইন্টারনেট সেবা উদ্বোধনকালে এসব কথা বলা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রির ব্যবস্থাপনা পরিচালক এসএম গোলাম ফারুক আলমগীর, চিফ টেকনিক্যাল অফিসার এসএম কামরুজ্জামান, সেক্রেটারি এক্সিকিউটিভ ডিরেক্টর কুতুবউদ্দিন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার শিবলি নোমান প্রমুখ।

অনুষ্ঠানে এসএম গোলাম ফারুক আলমগীর বলেন, ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রিতে থাকছে দুই ধরনের সেবা। একটি বাসা-বাড়ির জন্য ও অপরটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানকেন্দ্রিক। আর এই দুই ক্যাটাগরিতে ১০০ ও ৭৫ এমবিপিএস স্পিড প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে বাসা-বাড়িতে ইন্টারনেট ব্যবহারের জন্য মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯৯ ও ২ হাজার ৯৯৯ টাকা। ব্যবসায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৯৯ ও ৯ হাজার ৯৯৯ টাকা।

বাংলানিউজসিএ/ঢাকা/২০ মার্চ ২০১৯/ইএন