প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুর সড়কে সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা। পরে প্রিন্সিপাল ব্রিগেডিয়ার কাজী শামীম ফরহাদের অনুরোধে তারা রাস্তা ছাড়েন। তবে শিগগিরই দাবি আদায় না হলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর রোড অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা সোয়া ১২টায় প্রিন্সিপাল শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা মেধার ভিত্তিতে ছাত্র ভর্তি চাই। আমরা সকালে সচিবালয়ে গিয়েছিলাম কোন সুরাহা না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকের আন্দোলনে ছিল প্রভাতী শাখার শিক্ষার্থীরা। আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে রয়েছে দাবি আদায় না হলে কাল থেকে আরও কঠোর আন্দোলন হবে। আগামীকাল দিবা শাখার শিক্ষার্থীরাও যোগ দেবে।
প্রিন্সিপাল কাজী শামীম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের দাবির কথা ওপর মহলে পৌঁছে দিয়েছি। তাদের দাবির বিষয়ে আমার পর্যায় থেকে কিছু করার নেই। আমি শিক্ষার্থীদের অনুরোধ করেছি রাস্তা বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করতে। ইতোমধ্যে অনেক যাত্রীর দুর্ভোগ পোহাতে হয়েছে। তারা আমার অনুরোধে রাস্তা থেকে সরে এসেছে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ নভেম্বর ২০২৪ /এমএম