Menu

পেছাল মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের বেসরকারি মেডিকেল কলেজে ফাঁকা আসনে নতুন করে দেশীয় শিক্ষার্থীদের ভর্তি আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে। ভর্তিচ্ছুদের শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন শেষে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের মুঠোফোনে নিশ্চায়নের এসএমএস পাঠানো শুরু হবে ২৩ জুন। শুক্রবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৩ তারিখ নিশ্চায়ন এসএমএস পাঠানোর কথা জানানো হলেও তা হয়নি। তাই পূর্বে ঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন এ তারিখ ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের শূন্য আসনে নিজ অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের ফের অনলাইন আবেদন টেলিটকের মাধ্যমে ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী ২৩ জুন নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন শেষে নিশ্চায়নের জন্য এসএমএস পাঠানো হবে। এর আগের বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটির কারণে সব তারিখই পরিবর্তন হতে পারে বলেও সেসময় উল্লেখ করা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ জুন ২০২৪ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ