Menu

ঢাবিতে রোবট অলিম্পিয়াড শুরু

বাংলানিউজসিএ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করছে।

সারা দেশে বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অলিম্পিয়াড উদ্বোধন করেন।

রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ