Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল ‘টেন মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক গাঁটছড়া বাঁধলেন। কনে একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ।শুক্রবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর পরিবারের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়।

২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়মানের ঘনিষ্ঠজনেরা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৫ সেপ্টেম্বর ২০২৩ /এমএম


এই বিভাগের আরও সংবাদ

Generic selectors
Exact matches only
Search in title
Search in content