Menu

গোপনে বার্তার তথ্য বদলে দেওয়া যায় হোয়াটসঅ্যাপে

বাংলানিউজসিএ ডেস্ক :: ব্যবহারকারীর অজান্তে তাদের কাছে আসা সবশেষ বার্তার উত্তর পরিবর্তন করে পাঠানো সম্ভব হোয়াটসঅ্যাপে। এমনকি বার্তা পরিবর্তন করে স্বয়ংক্রিয়ভাবে নতুন বার্তাও পাঠানো যায়। মেসেঞ্জার অ্যাপটির বার্তা বিনিময় পদ্ধতির কারিগরি ত্রুটির কারণে সাইবার হামলা চালিয়ে এমনটি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ‘ব্ল্যাক হ্যাট’ নিরাপত্তা সম্মেলনে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘চেক পয়েন্ট’। তাদের দাবি, হোয়াটসঅ্যাপের বার্তা এনক্রিপশন পদ্ধতির ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই নির্দিষ্ট ব্যবহারকারীর বার্তা গোপনে পরিবর্তন করতে পারে।

গত বছর থেকে এ নিরাপত্তা শঙ্কা দেখা দিলেও বিষয়টি সমাধান করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে হোয়াটসঅ্যাপের ‘রিপ্লাই’ ফিচারের ত্রুটির কারণে ব্যবহারকারীদের কাছে আসা বার্তার সহায়ক উত্তর স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পাঠানোর ঘটনা ঘটেছিল। এমনকি একজনের পাঠানো বার্তার ইতিহাস অন্য ব্যক্তি দেখার সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

বাংলানিউজসিএ/ঢাকা / ১১ আগস্ট ২০১৯/ এমএম