বাংলানিউজসিএ ডেস্ক :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি এবং হল প্রভোস্টবৃন্দ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪-৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ১৬ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ইস্যু করা হবে এবং ফল প্রকাশ করা হবে ১৫ নভেম্বরের মধ্যে। এছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ বলেন, এবারের পরীক্ষায় ৮ অনুষদের অধীনে ৪ ইউনিটে মোট ৩৪টি বিভাগে ২৩০৫ জন (কোটা ব্যতিত) শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া কলা অনুষদের অধীনে নতুন বিভাগ ফাইন আর্টসে প্রথম ব্যাচের জন্য ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রসঙ্গত, ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে থাকবে ৬০ নম্বর, নৈর্ব্যক্তিক প্রশ্নে ২০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ’র ভিত্তিতে থাকবে (২০+২০) ৪০ নম্বর।ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
বাংলানিউজসিএ/ঢাকা / ২৯ জুলাই ২০১৯/ এমএম