Menu

রংপুরে বিজ্ঞান উৎসব

বাংলানিউজসিএ ডেস্ক :: বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসবের রংপুর অঞ্চলের আয়োজন রংপুর জিলা স্কুলের মাঠে শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে।বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান।

সকাল নয়টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। এ সময় জাতীয় পতাকা ও বিজ্ঞান উৎসবের উত্তোলন করা হয়। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের কর্মকর্তা হুমায়ুন কবির।

উৎসবে অতিথির বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক রেজাউল করিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, রংপুর জিলা স্কুলের বিজ্ঞানের শিক্ষক শম্পা রানী।

উৎসব শেষে প্রজেক্টে অংশগ্রহণকারী রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহিন অরণ্য তার বানানো ড্রোন আকাশে ওড়ায়। এরপর শিক্ষার্থীরা প্রকল্পগুলো ঘুরে ঘুরে দেখে। সকাল ১০টার দিকে কুইজ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে জিলা স্কুল মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

বাংলানিউজসিএ/ঢাকা / ১৯ জুলাই ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ