Menu

শুরু হলো এডুকেশন লিডারশিপ প্রোগ্রাম

বাংলানিউজসিএ ডেস্ক :: এডুকেশন লিডারশিপ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে (২৬ এপ্রিল)। জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে জিস্ট ইনোভেশন এবং লিডারশিপ সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। ইন্টারন্যাশনাল এডুকেশন লিডারশিপ প্রোগামের প্রথম রাউন্ড সকালে রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীরা অনেকেই সেখানে মেধা ও সাফল্যের প্রমাণ রেখে চলেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, তোমাদের মতো নেতৃত্বদানকারীর মাধ্যমে বাংলাদেশ সুন্দর, শিক্ষিত ও নিরাপদ সমাজব্যবস্থা গড়তে সক্ষম হবে। মিলার লিডারশিপ প্রোগ্রামের পাশাপাশি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের অর্থায়নে পরিচালিত ইংলিশ একসেস প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

উল্লেখ্য, লিডারশিপ প্রোগ্রামের মাধ্যমে সারাদেশ থেকে শীর্ষ ৮০ জন প্রতিযোগী দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। এদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে শীর্ষ ৮জন শিক্ষার্থী আগামী ৯-১০ আগস্ট ভিয়েতনামে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

 

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ এপ্রিল ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ