প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন দশ তলা বিশিষ্ট চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, মৃত রাকিব বিকাল সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ভবনের ময়লা নিয়ে নামার সময় দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বস্তাসহ পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তার মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নিহতের পরিবারকে দাফন সম্পন্নের জন্য প্রাথমিকভাবে ২ লাখ টাকা দেওয়া হয়েছে।
গত ১ আগস্ট নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যান আরিফুল ইসলাম। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ নভেম্বর ২০২৫ /এমএম





