প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সব জরুরি সেবা চালু থাকবে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ক্লাশ ও পরীক্ষাসমূহ এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে। ৭ অক্টোবর থেকে যথারীতি ক্লাশ ও অফিসসমূহ চালু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব জরুরি সেবা চালু থাকবে। এ সময় জরুরি প্রয়োজনে প্রক্টর অফিস (০১৭১৯-০৪৪৩৩০), অ্যাম্বুলেন্স (০১৩১৩-০১৩৩৬৬), নিরাপত্তা ও পরিচ্ছন্নতার প্রয়োজনে (০১৩১৩-০১৩৩৩০), বিদ্যুৎ ও পানির সমস্যায় (০১৩১৩-০১৩৩৭৭), গাড়ি রিকুইজিশন (০১৩১৩-০১৩৩৫৫) এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প (০১৭৩৬-৫৯১৯৯৩) এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বেরোবির সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০২৫ /এমএম