প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গেম খেলছেন কিংবা রিলস দেখছেন—হুট করে দেখলেন ৭০ পার্সেন্ট চার্জ কমে ১৯ এ নেমেছে। কয়েকবার এমন ঘটলে মনে হতে পারে, ব্যাটারি বুঝি নষ্ট হয়ে গেছে। আদপে সব সময় কিন্তু তেমন নয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকে। ফোনের সেটিং পরিবর্তন করে এই সমস্যার সমাধান মেলে।মূলত ব্যাটারি দ্রুত শেষ হওয়ার পেছনে আছে প্রযুক্তিগত কারণ। অ্যান্ড্রয়েড বা আইফোনে ৫টি ফিচার থাকে, যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।
স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং: ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হলো ডিসপ্লে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করুন যাতে এটি চোখের জন্য আরামদায়ক। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দিতে পারে।ব্যাকগ্রাউন্ড অ্যাপ
ব্লক: ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যা ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। তাই এ ধরনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো দেখে শুনে ব্যবহার উচিত।
লোকেশন শেয়ারিং: গুগল ম্যাপের লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারি শেষ করে দিতে পারে। তাই প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়।
সেলুলার ডেটার বদলে ওয়াইফাই ডেটা ব্যবহার: সম্ভব হলে সেলুলার ডেটার পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করা উচিত। সেলুলার নেটওয়ার্ক ওয়াইফাইয়ের তুলনায় অনেক শক্তি খরচ করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।
লো-পাওয়ার মোড: আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। এটি ব্যাটারি কম খরচ করে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ এপ্রিল ২০২৫ /এমএম