Menu

আইইউবিএটিতে রোবটিক্স কর্মশালা

বাংলানিউজসিএ ডেস্ক :: জাপান বাংলাদেশ রোবটিক্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি রিসার্স সেন্টার উদ্যোগে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার ও টেকনোলজি (আইইউবিএটি)তে রোবটিক্স, আইওটি এবং মেশিন লার্নিংয়ের ওপর সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার অনুষ্ঠিত উক্ত সেমিনারে রোবটিক্স, আইওটি এবং মেশিন লার্নিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন দেশ-বিদেশের প্রফেসর, রিসার্চার ও প্রযুক্তি এক্সপার্ট এবং ওয়ার্কশপে হাতে কলমে দেখানো হয় আইওটির কার্যক্রম। সেইসঙ্গে উপস্থিত শিক্ষার্থীদের দ্বারা একটি আইওটি সম্বলিত প্রোজেক্ট করিয়ে নেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মনিরুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিইইইর কোর্ডিনেটর প্রফেসর বিশ্বজিত সাহা। মূল সেমিনারটি শুরু হয় জাপান বাংলাদেশ রোবটিক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারহান ফেরদৌসের বক্তব্য দিয়ে।

তিনি জাপান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন। তিনি তার বক্তব্যে তুলে ধরেন জাপান বাংলাদেশ রোবটিক্সের কার্যক্রম ও রবোটিক্স ডাইনামিকস স্ট্যাবল গেইট জেনারেশন নিয়ে দীর্ঘ বক্তব্য রাখনে।এছাড়াও মেশিন লার্নিং নিয়ে আলোচনা করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও জাপান বাংলাদেশে রোবটিক্সের অ্যাডভাইজর ফকির মাশুক আলমগীর।

জাপানের হোসাই ইউনিভার্সিটির রোবটিক্স যন্ত্রকৌশল অনুষদ থেকে বক্তব্য রাখেন জেবিএআরটিসির আন্তর্জাতিক উপদেষ্টা ড. দেলোয়ার হোসেন। তিনি বিভিন্ন রোবটের বাস্তবধর্মী আপ্লিকেশন ও গবেষণা নিয়ে আলোচনা করেন।এছাড়াও কর্মশালাটির প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং জাপান বাংলাদেশ রোবটিক্সের অ্যাডভাইজার ড. মোহাম্মাদ সালাহ উদ্দীন। তিনি কর্মশালাটি পরিচালনা করেন এবং জাপান বাংলাদেশ রোবটিক্সের ডেপুটি টেকনিক্যাল ডিরেক্টর শাকীক মাহমুদ ও জাপান বাংলাদেশ রোবটিক্সের টেকনিক্যাল ডিরেক্টর আহসানুল আকিব।

অনুষ্ঠানের এক পর্যায়ে জাপান বাংলাদেশ রোবটিক্সের টেকনিক্যাল ডিরেক্টর আহসানুল আকিবের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিম্যানোয়েড রোবট প্রদর্শন করা হয়।এছাড়াও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র এবং জাপান বাংলাদেশ রোবটিক্সের টেকনিক্যাল মেম্বার অরূপ সরকার, রাজদীপ রায় ও কাজী মেজবাউদ্দীনের আইওটি বেস হোম অটোমেশনের একটি প্রোজেক্ট প্রদর্শিত হয়।

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করেন আইইউবিএটির রোবটিক্স ক্লাব ও ইইই ডিপার্টমেন্ট। তাছাড়া আয়োজনে সহযোগীতা করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ক্লাবের প্রেসিডেন্ট কামরুজামান ও নাঈম জাহাঙ্গীরসহ উক্ত ইউনিভার্সিটির রোবটিক্স ক্লাবের সদস্যরা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ