প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক, ৭ কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।এদের মধ্যে দুজন শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। ৭২ শিক্ষার্থীর বিষয়ে পরবর্তী শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।সোমবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
তিনি বলেন, আবু সাঈদ হত্যার ঘটনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ও আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডলসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ৭২ জন শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৮ অক্টোবর ২০২৪ /এমএম