Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাশ হবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ৭৫ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিঠির পরিপ্রেক্ষিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়াই ব্যক্তি উদ্যোগে তিনটি বিভাগের ক্লাশ শুরুর কথা বলা হয়।

রোববার বেলা ১১টায় প্রথমে সমাজকর্ম বিভাগের ক্লাশ শুরু হয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় ইসলামিক স্টাডিজ ও ফোকলোর বিভাগের শিক্ষকরা ক্লাশ নিতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিন্ডিকেট সদস্যরা বলছেন, প্রশাসনিক বডি না থাকায় ক্লাশ-পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছে না বিভাগগুলো। এখন যেহেতু উপাচার্য নেই তাই সিন্ডিকেট সভা ডেকে ক্লাশ শুরু বিষয়েও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাশ শুরু না হলেও বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তর চালু হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসে এবং আবাসিক হলগুলোতে সেভাবে শিক্ষার্থীদের উপস্থিত কম দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, দেশব্যাপী আন্দোলনের ফলে বেশ কিছুদিন আমাদের ক্লাশ-পরীক্ষা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনেক প্রশাসনিক কর্মকর্তা নেই। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। অতি দ্রুত এসব সংকট নিরসন করে আমাদের ক্লাশ-পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি।

ক্লাশ চালুর বিষয়ে শঙ্কা জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, ভিসিসহ প্রশাসনের বডির সবাই পদত্যাগ করেছেন। ক্লাশ শুরুর বিষয়ে এখন যেহেতু প্রশাসনিক কোনো সিদ্ধান্ত পাইনি সেজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা ক্লাশ শুরু করতে পারছি না। আমরা আরও দুই একদিন পরিস্থিতি দেখব, এরপর ক্লাশ শুরুর সিদ্ধান্তটি জানাতে পারব।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হক বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে বিষয়টি উল্লেখ রয়েছে সেখানে উপাচার্যকে মার্কিং করা হয়েছে। এখন যেহেতু উপাচার্য নেই তাই সিন্ডিকেট সভা ডাকা সম্ভব নয়। যদি ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেওয়া হয় তাহলে তিনি সিন্ডিকেট সভা ডাকতে পারেন। তখন ক্লাশ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এদিকে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ৭৫ কর্মকর্তা পদত্যাগ করেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ আগস্ট ২০২৪ /এমএম