Menu

এমবিএতে ৩৪ শিক্ষার্থীর ভর্তির বিষয়ে বাণিজ্য অনুষদের সংবাদ সম্মেলন মঙ্গলবার

বাংলানিউজসিএ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আট নেতাসহ ৩৪ শিক্ষার্থীর ভর্তির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলাম।

এ জন্য মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাণিজ্য অনুষদে এক সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন তিনি। এ তথ্য জানিয়েছেন শিবলি রুবাইয়াতুল ইসলাম।

তিনি বলেন, ৩৪ শিক্ষার্থীর পরীক্ষা ছাড়াই ভর্তির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও মানববন্ধনের প্রেক্ষিতে জনমতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা নিয়ম মেনেই ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাণিজ্য অনুষদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে বিষয়টি নিয়ে কথা বলা হবে। আশা করি তখন বিভ্রান্তি দূর হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ