Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভাজা থেকে শুরু করে বিরিয়ানি বাঙালির কাছে আলুর কদর সর্বত্র। তবে অনেকেই হয়তো জানেন না, শুধু রসনা-বিলাসেই নয় ত্বকের বহু সমস্যার ঘরোয়া সমাধান এই সবজি। ত্বকের উজ্জ্বলতা ফেরানো থেকে শুরু করে নাছোড়বান্দা ডার্ক সার্কেল কমাতে আলুর জুড়ি মেলা ভার।

যেসব ড্রাই ফ্রুটস সকালে খেলে ক্ষতিযেসব ড্রাই ফ্রুটস সকালে খেলে ক্ষতি
চোখের তলায় কালি, ফোলা ভাব কমানোর জন্য আলুর মাস্ক দারুণ কার্যকর। আলুর রসে রয়েছে ভিটামিন সি ও পটাশিয়াম। এই উপাদানগুলো চোখের তলায় কালচে দাগ, ফোলা ভাব কমাতে সাহায্য করে। আলুর রস তুলোয় ভিজিয়ে চোখের তলায় দিয়ে রাখুন বিশ মিনিট। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আলুর রস ও টক দই মিশিয়ে মুখে মেখে নিন। এই দুটি উপাদান ত্বক থেকে কালচে ছোপ, পিগমেন্টেশনের দাগ তুলতে সাহায্য করে। নিয়মিত মাখলে ধীরে ধীরে এই ধরনের দাগ হালকা হবে। টক দইয়ের সঙ্গে আলুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট মুখে মেখে রাখুন। এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

মানসিক চাপ কমাবে যেসব ফুল মানসিক চাপ কমাবে যেসব ফুল
ত্বকের তরুণ ভাব ধরে রাখতে হলে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হবে। আলু ও মধু দিয়ে তৈরি ঘরোয়া প্যাক এক্ষেত্রে দারুণ কাজের। ত্বকের টান টান ভাব বজায় রাখা কিংবা বলিরেখার সমস্যা দূর করতে সাহায্য করে আলু।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ জুন ২০২৪ /এমএম