প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর কাছে তার এবং মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় মেয়াদে ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শনিবার তিনি শপথ নিতে পারেন বলে খবর দিচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো। মোদি তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর কাতারে পৌঁছে যাবে। জওহরলাল টানা তিন মেয়াদে ১৭ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে বুধবার সকালেই কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক ডাকেন মোদি। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকটি শুরু হয়। এটি মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। বৈঠকে পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশিষ্ট সূত্র। এরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন এবং পদত্যগপত্র জমা দেন।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে জোট হিসেবে এনডিএর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯২টিতে। অন্যদিকে, কংগ্রেস একক ভাবে জিতেছে ৯৯টি আসনে আর ইন্দিয়া জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪টি। সুতরাং জোট শরিকরা বিদ্রোহ না করলে মোদি আবার প্রধানমন্ত্রী হবেন তা নিশ্চিত।
এবারের লোকসভা নির্বাচনে মোদি উত্তরপ্রদেশের বারাণসীতে তার আসন ধরে রেখেছেন, কংগ্রেসের অজয় রাইকে দেড় লাখের বেশি ভোটে পরাজিত করে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। ভোটের ফলাফল প্রকাশের পর মঙ্গলবার গভীর রাতে বিজেপির দিল্লি সদর দপ্তরে একটি জনতার উদ্দেশে এক ভাষণে মোদি বলেছিলেন, ‘ভারতের জনগণ তৃতীয়বারের মতো এনডিএতে তাদের বিশ্বাস স্থাপন করেছে। আমি এই স্নেহের জন্য জনগণের কাছে প্রণাম করছি এবং তাদের আশ্বাস দিচ্ছি যে আমরা আকাঙ্খা পূরণ করতে গত দশকে করা ভাল কাজগুলি চালিয়ে যাব ..।’
এদিকে সরকার গঠনে নিজেদের কৌশল নির্ধারণে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বুধবার বিকেলে রাজধানী দিল্লিতে বৈঠকের ডাক দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সরকার গঠন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন লোককল্যাণ মার্গে বৈঠক করবেন এনডিএ নেতারা। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মতো গুরুত্বপূর্ণ নেতারা এনডিএ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে আজ সন্ধ্যা ৬টায় ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী ছাড়াও ইন্ডিয়া জোটে অত্যন্ত সক্রিয় প্রবীণ নেতা শরদ পওয়ার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরিসহ একাধিক নেতা উপস্থিত থাকবেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ জুন ২০২৪ /এমএম