Menu

ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রির নিরাপদ ইন্টারনেট সেবা

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  দেশে প্রায় এক মাস ধরে ইন্টারনেটের গতি ধীর। কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না ব্যবহারকারীরা। এ পরিস্থিতিতে বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহ করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিও (বিএসসিপিএলসি)। ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে আরও প্রায় দুই সপ্তাহ লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএসসিপিএলসি বলছে, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার ক্যাবল কাটা পড়ে। সেখানে মেরামতের কাজ শুরুর প্রক্রিয়াটা দীর্ঘ। অনুমোদন মিলেছে, এখন কনসোর্টিয়ামের জাহাজের অপেক্ষা।

গত ১৯ এপ্রিল রাতে সারাদেশে ইন্টারনেটের গতি কমে যায়। সিঙ্গাপুরের জলসীমায় কোথাও ফাইবার ক্যাবল কাটা পড়েছে বলে বিএসসিপিএলসি প্রথম জানতে পারলেও পরে জানা যায়, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ক্যাবল ‘ব্রেক’ করেছে। এতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ মে ২০২৪ /এমএম