Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ডুবে জুনায়েদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ হয় সে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, চট্টগ্রামের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিল হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে ১২টার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামে।

একপর্যায়ে ১২টার দিকে তারা বুঝতে পারে জুনায়েদকে আশপাশে দেখা যাচ্ছে না। পরে ঝর্ণা ও আশপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ খুঁজেও কোনো খোঁজ না পাওয়ায় তারা শহরে ফিরে যায়। এদিন বিকালে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে আসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করলে ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা লাশ উদ্ধারে তৎপরতা চালাই। প্রথমে হাটহাজারী ডুবুরি দল প্রচেষ্টা করে ব্যর্থ হলে শহর থেকে ডুবুরি এসে লাশ উদ্ধার করে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ মে ২০২৪ /এমএম

 

 


Array

এই বিভাগের আরও সংবাদ